প্রতিবেদনের বিষয় :খনিজ পদার্থ লোহা
প্রতিবেদক :মোবাশ্বির
খনিজ পদার্থ : লোহা
আমাদের খনিজ পদার্থটি ছিল লোহা।
রুপার অস্তিত্ব সুপ্রাচীনকাল থেকেই মানুষের জানা ছিল। এমনকি প্রাচীনকালে সোনার চেয়ে রুপা দামী ছিল। কারণ সোনা মূলত মুদ্রা ও অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু রুপা এগুলোতে ব্যবহৃত হওয়া ছাড়াও জলপাত্র তৈরীতে ব্যবহৃত হয়। প্রাচীন মিশরে সোনা ও রুপার মূল্যের অনুপাত ছিল ২.৫:১। রুপার তৈরি পাত্র নিয়ে একটি অদ্ভুত গল্প রয়েছে। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে গ্রিক সেনাপতি আলেকজান্ডার পারস্য এবং ফিনিকিয়া অধিকার করে ভারতবর্ষ আক্রমণ করেন। এখানে এসে গ্রিক সৈন্যরা এক অদ্ভুত আন্ত্রিক রোগে আক্রান্ত হয় এবং বাড়ি ফিরে যাওয়ার জন্য জোর দাবী জানায়। এই রোগে সেনাপতিরা সৈন্যদের তুলনায় কম আক্রান্ত হয়েছিল, যদিও সেনাপতিরাও সৈন্যদের দুঃখ-কষ্টে সমান অংশ নিত। তখন এর কোন কারণ বোঝা না গেলেও ২,০০০ বছর পর এখন বিজ্ঞানীরা এর একটি ব্যাখ্যা খুঁজে পেয়েছেন। সৈন্যরা টিনের পাত্রে খাবার গ্রহণ করতো আর সেনাপতিরা রুপার পাত্রে। বর্তমানে এটি আবিষ্কৃত হয়েছে যে রুপা পানিতে দ্রবীভূত হয়ে কোলয়েডীয় দ্রবণ উৎপন্ন করে যা ক্ষতিকর জীবাণু ধ্বংস করে। রুপার দ্রাব্যতা পানিতে বেশ কম হলেও তা জীবাণুনাশক হিসেবে যথেষ্ট।
প্রাচীনকাল থেকেই মানুষ রুপার খনির সন্ধান জানতো। প্রচুর পরিমাণে এই খনি আছে স্পেন, গ্রীস এবং জার্মানিতে। আমেরিকা আবিষ্কারের পর যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে রুপার খনি পাওয়া গিয়েছিল। অনেক সময়ই সীসার একটি খনিজ উপাদান হিসেবে রুপার আকরিক পাওয়া যায়। প্রাচীনকালে এই আকরিক থেকে রুপা নিষ্কাশন করা হতো। প্রথমে আকরিককে গুঁড়ো করে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নেয়া হতো। পরে বিগালকের মাধ্যমে একে গলিয়ে ফেলা হতো। এতে যে সংকর পদার্থ উৎপন্ন হয় তাকে কাঠকয়লা দিয়ে পোড়ানো হতো। বাতাসের উপস্থিতিতে রুপা জারিত হয় না বললেই চলে, কিন্তু সীসা প্রায় সম্পূর্ণ জারিত হয়ে অক্সাইড উৎপন্ন করে। লেড অক্সাইডের গলনাংক ৮৯৬° সেলসিয়াস আর রুপার ক্ষেত্রে এটি ৯৬০° সেলসিয়াস। এভাবে প্রায় বিশুদ্ধ রুপা পাওয়া যেতো। অবশ্য বর্তমানকালে রুপা বিশোধনের আরও কার্যক্ষম পদ্ধতি উদ্ভাবিত হয়েছে।
টাকা তৈরীতে সোনার সাথে সাথে রুপাও ব্যবহৃত হতো। রুপার দাম সোনার চেয়ে বেশি হওয়া সত্ত্বেও একসময় তা কমতে থাকে। ১৮৭৪ সালে সোনা ও রুপার দামের অনুপাত এসে দাঁড়ায় ১:১৫.৫ এ। অস্ট্রেলিয়ায় রুপার সঞ্চ আবিষ্কারের ফলে এই অনুপাত এসে দাঁড়ায় ১:৪৬ এ। ১৮১৬ সালে ইংল্যান্ডে দ্বিধাতুমান পদ্ধতি (সোনা-রুপা একসাথে ব্যবহার করে অর্থের মূল্যমান নির্ণয়ের পদ্ধতি) বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে অন্যান্য দেশও এই পদ্ধতি পরিত্যাগ করে। রাশিয়ার দু’টি মুদ্রার নাম রুবল এবং কোপেইকা। এদের নামকরণের ইতিহাসের সাথে রুপা জড়িত। ত্রয়োদশ শতাব্দীতে রাশিয়ার কিয়েভানে রুবল ব্যবহার করা হতো। এটি ছিল প্রকৃতপক্ষে একটি ২০০ গ্রাম ভরের ঢালাইকৃত দণ্ড। রুপার একটি বৃহৎ দণ্ড ঢালাই করে এটি তৈরি করা হতো। এরপর একে ফালি ফালি করে কেটে মুদ্রা বানানো হতো। রুশ ভাষায় "রুবিত" শব্দের অর্থ ফালি ফালি করে কাটা। "কোপেক" শব্দটি এসেছে আরও পরে। ১৫৩৪ খ্রিষ্টাব্দে মুদ্রার গায়ে বর্শা হাতে এক অশ্বারোহীর ছবি ছাপা হয়। রুশ ভাষায় কোপেও মানে বর্শা। সেখান থেকেই এসেছে কোপেইকা
আমাদের প্রশ্ন সমূহঃ-
১/ লোহা অবস্থায় আছে?
খ খনি থেকে সম্পদটি কীভাবে উত্তোলন করা হয় ? তা খনি থেকে উত্তোলনের সময় কোনো সাস্থ্য বুঝি আছে কি?
৪/ মন র লোহার আকরিক কি পরিবেশে কোনো ক্ষতিকর প্রভাব ফেলে?
৫/ সম্পদটি (লোহার আকরিক) পরিশোধন করা হয়। কিভাবে?
৬/-র লোহার আকরিক কি পরিমানে মজুদ আছে?
৭। সম্পদটি প্রধানত কি কি কাজে ব্যবহৃত হয় ?
১/ লোহার আকরিক কি অবস্থায় আছে ?
⇒ লোহাকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। আকরিক থেকে লোহা নিষ্কাশন করা হয়। লোহার প্রধান আকরিক গুলো হলো, হেমাটাইট (Fe203), ম্যাগনেটাইট (Fe304) আয়রন পাইরাইটিস (Iron Pyrites) FeS2), সিডোব্লাইট (Silente) (FeCl3) ও নিম্নোনাহাট (Fe2O3.3H20) 1
z খনি হবে সম্পদটি কিভাবে উদোলন করা হয়?
যেহেতু লোহাকে প্রকৃতিত্বে খোলা অবস্থায় পাওয়া যায় না তাই আকরিক থেকে লোহা নিষ্কাশন করতে হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর লোহার আকরিক পাওয়া যায়। আকরিক হলো এমন এক খনিজ পদার্থ যার সাহায্যে প্রয়োজনীয় ধাতুকে অল্প সময় খরচে এবং সহজ উপায় নিষ্কাশন করা যায়। এই সকল শিলাকে মাটি খুঁড়ে উত্তোলন করা হয়। F1.8
এ লোহা কিকি 7 লোহা তার, শিকল, পেরেক, জায়নামো ও • কাজে কাজে ব্যবহৃত হয়।
মোটরের ভিতরের অংশ। লোহার রড, লোহার দরজা, লোহার তাওয়া তৈরী ব্যবহার হয়। -চাবি, • তালা-চাবিত সহ বিবি বিভিন্ন কাজে
লোহা খনি থেকে উত্তোলনের সময় কোনো সাস্থ্য ঝুঁকি আছে?
= উত্তোলনের ক্ষেত্রে কিছু সময় সাস্থ্য বুঝি হতে পারে কিন্তু সব ক্ষেত্রে নয়।
উল্লেখিত সম্পদটি কি পরিবেশের ক্ষতি করে?
⇒ সম্পদ
লেখক :
আব্দুল্লাহ মুবাশ্বির
সিভিল এভিয়েশন স্কু9
তারিখ :5/11/2023
Posted by TalentedTin
YOU MAY LIKE THESE POSTS
MrBeast's Top 10 Best Videos: A Comprehensive Analysis
September 19, 2023Meaning of emojis. Most use Emojis.explaination.
July 25, 2023Top 10 South Indian Movies That Will Leave You Spellbound.
July 21, 2023
SOCIAL MEDIA