খনিজ পদার্থ : লোহা



প্রতিবেদনের বিষয় : খনিজ পদার্থ লোহা 

 প্রতিবেদক :অ্যালবার্ট অরূপ কাপালি 



 খনিজ পদার্থ : লোহা




আমাদের খনিজ পদার্থটি ছিল লোহা। 

আমাদের প্রশ্ন সমূহঃ-


১/ লোহা অবস্থায় আছে?


খ খনি থেকে সম্পদটি কীভাবে উত্তোলন করা হয় ? তা খনি থেকে উত্তোলনের সময় কোনো সাস্থ্য বুঝি আছে কি?


৪/ মন র লোহার আকরিক কি পরিবেশে কোনো ক্ষতিকর প্রভাব ফেলে?


৫/ সম্পদটি (লোহার আকরিক) পরিশোধন করা হয়। কিভাবে?


৬/-র লোহার আকরিক কি পরিমানে মজুদ আছে?


৭। সম্পদটি প্রধানত কি কি কাজে ব্যবহৃত হয় ?


১/ লোহার আকরিক কি অবস্থায় আছে ?


⇒ লোহাকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। আকরিক থেকে লোহা নিষ্কাশন করা হয়। লোহার প্রধান আকরিক গুলো হলো, হেমাটাইট (Fe203), ম্যাগনেটাইট (Fe304) আয়রন পাইরাইটিস (Iron Pyrites) FeS2), সিডোব্লাইট (Silente) (FeCl3) ও নিম্নোনাহাট (Fe2O3.3H20) 1



z খনি হবে সম্পদটি কিভাবে উদোলন করা হয়?


যেহেতু লোহাকে প্রকৃতিত্বে খোলা অবস্থায় পাওয়া যায় না তাই আকরিক থেকে লোহা নিষ্কাশন করতে হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর লোহার আকরিক পাওয়া যায়। আকরিক হলো এমন এক খনিজ পদার্থ যার সাহায্যে প্রয়োজনীয় ধাতুকে অল্প সময় খরচে এবং সহজ উপায় নিষ্কাশন করা যায়। এই সকল শিলাকে মাটি খুঁড়ে উত্তোলন করা হয়। F1.8


এ লোহা কিকি 7 লোহা তার, শিকল, পেরেক, জায়নামো ও • কাজে কাজে ব্যবহৃত হয়।


মোটরের ভিতরের অংশ। লোহার রড, লোহার দরজা, লোহার তাওয়া তৈরী ব্যবহার হয়। -চাবি, • তালা-চাবিত সহ বিবি বিভিন্ন কাজে



লোহা  খনি থেকে উত্তোলনের সময় কোনো সাস্থ্য ঝুঁকি আছে?


= উত্তোলনের ক্ষেত্রে কিছু সময় সাস্থ্য বুঝি হতে পারে কিন্তু সব ক্ষেত্রে নয়।


উল্লেখিত সম্পদটি কি পরিবেশের ক্ষতি করে?


⇒ সম্পদটি ক্ষতিকর নয় পরিবেশের জন্য কিন্তু পরিশোধনের সময় কমতিকর প্রভাব ফেলতে পারে।






   লেখক :


অ্যালবার্ট অরুপ কাপালি 

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। 

শাখা: প্লুটো 

রোল: ৬ 

তারিখ :5/11/2023